প্রারম্ভিকা * Welcome To Our Institute


আলোকিত মানুষ তৈরীর জন্য চাই সুশিক্ষা। একমাত্র সুশিক্ষাই পারে একটি সুশৃঙ্খল জাতি গড়তে। শিক্ষা মানুষের মানবিক মূল্যবোধের বিকাশের মূল চাবিকাটি। শিক্ষা মানুষের মধ্যে মমত্ববোধ তৈরী করে। প্রকৃত অর্থে মানুষের অন্তরে  মমত্ববোধের বিকাশের সুতিকাগার হচ্ছে আদর্শ শিক্ষা ও জ্ঞান। 

অভিভাবক মাত্রই তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে সচেষ্ট থাকেন। উল্লেখ্য যে, একজন শিক্ষার্থীকে তার জ্ঞান অর্জনের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে অভিভাবক, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য । এ ত্রিপক্ষের সম্মিলিত প্রচেষ্টায় একজন শিক্ষার্থীকে জাতীয় দায়িত্ব পালনে সক্ষম নাগরিক হিসেবে গড়ে তোলা সহজ হয়। তাই সুনাগরিক তৈরীতে চাই সুশৃঙ্খল শিক্ষাপ্রতিষ্ঠান ও দূরদৃষ্টি সম্পন্ন শিক্ষক।  

এই চেতনা-বিশ্বাস ও উপলব্দিকে সামনে রেখে আমরা বিশিষ্ট সমাজসেবী, ব্যবসায়ী ও শিক্ষাপ্রেমী জনাব আলহাজ্ব জনাব জামালউদ্দিন সাহেবের উদ্যোগে ২০২১ খৃষ্টাব্দে প্রতিষ্ঠিত আল জামাল ইসলামিক একাডেমী প্রাঙ্গনে ইসলামিক কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠা করেছি। অত্র প্রতিষ্ঠানের সুদক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী, উন্নত ব্যবস্থাপনা ও মনোরম পরিবেশ এতদ অঞ্চলের অন্য যে কোন প্রতিষ্ঠানের চেয়ে স্বতন্ত্র বৈশিষ্টের দাবিদার।

তাই আমাদের একান্ত আশা অত্র শিক্ষা প্রতিষ্ঠানই হবে আপনার সন্তানের জন্য প্রথম পছন্দ।